আশ্বিনের শেষ, অথচ বৃষ্টির খামতি নেই
চারিদিকে শরতের আবহকে অবগুন্ঠিত করে
রাশি রাশি জল কাঁদা উদ্যোক্তাদের উদ্বেগ হয়ে
ঠায় দাড়িয়ে আছে পথে প্রান্তরে , তবুও
নদী তীরে দোলা দেয় কাশেরগুচ্ছ
পেঁজামেঘ ভেসে বেড়ায় আকাশে ;
বাতাসে সোঁদা গন্ধ বয়
রামধনু রং মাখে স্মৃতির ক্যানভাসে ।
আজ পঞ্চমী,
বড় বড় মন্ডপে বড় বড় আমলাদের আনাগুনা
উদ্ভোধনের কলস্বরে চারিদিকে হৈ চৈ
আনাচে কানাচে ব্যস্ততা ত্রস্ততা
এভাবেই চলছে যখন দেবীর আবাহন ;
কাকাশশুড়ের উপহার নতুন জিন্স প্যান্ট আর
শশুড়মশাইয়ের বড় শখ করে বিদেশ থেকে
আনিয়ে রাখা হাত ঘড়িটা স্ত্রীর সৌজন্যে হাতে গলিয়ে
বেড়িয়ে পড়লাম পূজোতে ;
মাঝে মাঝে ঝির ঝির বৃষ্টির বিরক্তিটুকু বাদ দিলে
এক অমোঘ আবেশ দেহ মনে দোলা দেয়,
চির চেনা অথচ নতুন রোমন্থন চলছে অনুক্ষণ ।