দুই কোটি সাতষট্টি লক্ষ চুরাশি হাজার
সেকেন্ড আগের রোমোদ্ গম,
ত্বকের সংকর্ষণ, ভূমি বিচরন অতঃপর
আকাশপটে এঁকে রাখা
বিন্দু বিন্দু শিহরণ......
ইতিহাসে সাক্ষী থাকে দু একটা জীবন ।
অবিনশ্বর রাতের সঞ্চারিত উত্তাপ
কখনো কখনো বোধবুদ্ধির বিষর্জন,
নিরুত্তাপ স্নায়ূরজ্জুর ভিতরে
লক্ষকোটি নিউরনের বসবাস,
নলিনাক্ষের দীর্ঘ্য শ্বাস অথবা আর্তনাদের
মিছিল বেয়ে আবিষ্কৃত স্পন্দন ধ্বনিও
সাক্ষী হতে চায় ইতিহাসের পাতায়,
আকাশ যেখানে চির রক্তিম
ব্যর্থতার খন্ডস্মৃতিগুলি উপহাস করে :
আত্মোৎসর্গ দেয় সৃষ্টি স্থিতির সমূহ কৃৎকৌশল ।