আজ যে বড় খুশী খুশী
কাজ কি কোন নাই !
আকাশে মেঘ রাশি রাশি
চল্ না উড়ে যাই ।
কাল তো হল বৃষ্টি ভিজে
সারাটা দিন মাটি,
আজ কি আবার আবেশে
দেখাবি দাঁত পাটি !
মেঘের বাড়ি খুব বেশী
আবেগ অনুরাগ,
চল্ না তোকে ভালোবাসি
শূণ্যে -ফুলের বাগ্ ।
খোপার গোলাপ রজনী
যাচ্ছে যে শুকিয়ে,
খুশী খুশীতেই এভাবে
যাবে কি দিন বয়ে !