এই ত্রিপুরার লাল মাটিতে পাহাড় ঘেরা অরণ্যে
শাল সেগুনের ডাল ছুঁয়ে সূর্যের কোমল কিরণে,
হাজার বীজের অঙ্কুর যেমন উঁকি দেয় নিশ্চিন্তে
বনরুই টা বিকেল কাটায় চশমা বাদরের বন্ধুত্বে ,
তেমনি করে অট্টালিকার বড় বড় শহর ছেড়ে
আবেগ ভালবাসা মাখা ছোট্ট মাটির ঘরে ;
রাজধানী আগরতলায় জন্ম নিলেন "গর্ব" মোদের
তিলে তিলে সে তাল যে এখন, সম্পদ ভারতের ।
প্রদনোভা'র পাখায় ভর করে
জিমনাষ্টের বিশ্ব দরবারে,
স্বপ্ন যেমন এঁকেছিল কমনওয়েলথ্ এ
স্বপ্ন এখন বিস্তারিত অলিম্পিক রিও'তে ।
দীপা তুমি এগিয়ে যাও স্বপ্নের হাত ধরে
শত কোটি প্রাণের ঊচ্ছ্বাস লয়ে, পতাকা বয়ে
প্রথম ভারতীয়ার খেতাব গায়ে, ডানে বাঁয়ে
জয়ী হোক প্রদনোভা তোমার বিজয়ে,
ত্রিপুরার গর্ব তুমি ভারতীয়ের অহংকার
তুমি জিমনাষ্ট দীপা কর্মকার ।।