লাল টুক্ টুক্ ঠোঁট দুটি
নীল টিপ্ টিপ্ চায়,
লাল ফিতেতে দুলছে বেনী
যেন ফুল বাগিচায় ।
পুতুল পুতুল চেহারাটি
নাদুস নুদুস গা'য়,
সারাটি গাঁয় হেটে বেড়ায়
টুকুন্ টুকুন্ পা'য় ।
গায় গুন গুন ভারী মিষ্টি
নাচে ধিন্ ধিন্ পা'য়,
সকাল দুপুর রোদ বৃষ্টি
সোনা মনির মাথায় ।