"মাছ রাখবেন মাছ", "সব্জি", "দুধ"...চেনা চেচামেচি
সোনালী প্রভাত স্নিগ্ধ বাতাস শুভ্র শিউলী তলা,
মিষ্টি মধুর ধুপের গন্ধে ভেজা চুলের আবেশ মাখা
কাপ প্লেটের টক্কর চায়ের সুবাস, মায়ের কাঁসর ঘন্টা ;
এ সকাল ধারাপাতের এক দুই নামতা ।
আদর্শলিপির ছেঁড়া পাতা একদিন আচমকা
ভোর বিহঙ্গের রোজনামচা বদলে যখন বিছানায়...
কর্কশ লাগে কানে ফাটা ফাটা স্বরে ফেরিওয়ালা
ঝুড়িতে ঝুড়িতে বিকোতে এসেছে সভ্যতা, সততা...
এ সকাল নিরাপদের গনতান্ত্রিকতা ।
তন্ত্রে'র জাঁতাকলে রক্ত গভীরের হিংস্রতায়...
ভোরলগ্ন ভ্রষ্টা নবজাতক সোনা রং হারায় ;
বিবস্ত্র জননী উন্মত্ত শার্দুলের গহ্বরে নিয়ত
নিজেকে বিলায়...অস্ত্বিত্তের প্রসব বেদনায় ;
এ সকাল বসন্তের পলাশ তাত্ত্বিকতা ।