রাবন রাগে রাঘব বাবু হনহনিয়ে পথ চলে
সব কিছুতেই বিরক্তি তার তিতিবিরক্ত জলে ।
খাবে তো জল বিশুদ্ধ নেই নাইবে তো জল কম
পথে ঘাটে অসহ্য জল কাঁদা চলা ফেরা - দুর্গম ।
ছাতা দেখলেই মাথা গরম রাঘব বাবুর টাক্
ঘোমটার নীচে খেমটা যেন নেই কোন রাখ ঢাক,
পার্কে সেইদিন নীলাম্বরী ছাতার আড়াল করে
করছে আদর ঢক্কানিনাদ সুশীল লাজে মরে ।
মুঠোফোন থাকলে মুঠোয় রক্ষা নেই আর মোটেই
বাতাসে নোট উড়ে শুধু আর মানুষ নষ্ট নোটেই,
ডিজিটাল যুগটাই বুজি সব ক্রিমিনাল মানুষ
রাঘব সেই অজ গাঁয়েই আজও উড়ায় ফানুস ।