রক্তের গন্ধ বড় বিশ্রী, তবু...
কাছে টানে ;
রক্তের স্বাদ বড় নোনতা বিস্বাদ, তবু...
কাছে টানে ;
রক্তের সাথে একাত্মতা বড় ভালো লাগে ।
মানুষ কিংবা পশু - হত্যার ধরন যখন যেমন
জবাই, গুলি, ধোলাই আরো কত কি !
হিংস্র- নৃশংস' শ্যাওলা ধরা শব্দে এখন আর
মানবতার ঘুম ভাঙ্গে না -
রক্ত শুঁকিয়ে কালচিটে রঙে রাজপথে ঘুমায় ।