আকাশ থেকে পরল খসে
গোটা কয়েক তারা,
বাতাসে ভেসে উড়ল শেষে
গিরি মরু সাহারা ,
এই কিছুক্ষণ আগে ওরা
নামল পৃথিবীতে,
অবাক চোখে দেখছে তারা
দামাল ছেলেটাকে ।
আপন মনে খাচ্ছে মাটি
হাসছে মিটিমিটি,
বলছে কথা পাখির সাথে
করছে খুনসুটি ;
আরেক প্রান্তে চুপিচুপি
দুইটি কাকাতুয়া,
ঝিঙে মাচায় লেজ ঊঁচিয়ে
ডাকছে সুরে দেয়া ।
ধীরে ধীরে আকাশ যখন
অনেক কাছে এলো,
বর্ষা ঘন মেঘ বরিষন
ঈশান জমকালো,
তারারা সব ফেরৎ গেল
রাত রজনী দেশে,
হারিয়ে গেল দামাল ছেলে
কাকাতুয়া বিদেশে ।