জমিদারী রক্তের ওয়ারিশি স্বত্ব ...
খামার বাড়ি, কেয়ার টেকার, ফল বাগান
একটা বাংলো আর কিছু অবৈধ কারুকার্য্য ।
রক্তচোষার বিবর্তন......
কাঁঠালের আমসত্ব' খাবো, পাঠা-তো কিছু
খাসনে একটিও ;
আমি ভৃত্য...কাঠবিড়ালী নই ।
প্রায়শঃই ঘুমের ভান করে দেখি স্বপ্ন
ডানাকাটা পরী...আনন্দের ফোয়ারা...
জাগতিক নিয়মের লাঞ্ছনায়
রোজকার বেধড়ক গালিগালাজ নিত্যসঙ্গী ।
___________________

আজকাল মেঘ বেশী জমেনা আকাশে
ঝরে পরে সময়ের আগে আগে,
শিকারীর চোখ শাল-শিমূলের ফাঁকে
তাক করা আঙুল বন্দুকের ট্রিগারে...
শিকার আচ্ছন্ন মায়াবী চোখে
নীল জলাশয়ের স্ফটিক অনড়
ঝর্ণার বারিধারা বহে নিয়মে ।
বিষন্ন বিভ্রম খেয়ামাঝি তরী ডুবায় বেখেয়ালে ।
--------------------------------------