ওরা সব কেমন বোকা সাজে দেখ,
মরে গেলেই মৃত্যু লেখে সব প্রতিজ্ঞার প্রাণ
শহীদ বেদীর ফুল মজে গেলেই
ভুলে যায় বিসর্জন...লক্ষ্যের দান ।
ওরা কেমন অবুজ সাজে দেখ,
দু-চার লাইন বই পড়েই
শেখে ফেলে নীতি আদর্শ...
জীবনের চলার পথে বাঁক নিতে
রক্তে লেখা মাইলষ্টোনে -ফিরে তাকায় না ;
ওরা কত বোকা কেউ জানে না ।
এখন সেই সস্তা গলির বস্তিবাসীর
গল্প কথা মানায় না,
নীরবে প্রাণ সমর্পন খুব একটা হয়না,
প্রেক্ষাপটে কঙ্কালসার বুভুক্ষা প্রানীর
মিছিলে কাকেরা হাটে না,
এখন ঘোষনা দেবার পালা ঘোষিত আইন
নীতির আঁতুড়ঘরে বসত নিত্য কলঙ্কিনী...
কাগজে কাগজে কমিউনিষ্ট হয় কেউ বা দক্ষিনী ।
টাকা উড়ে বাতাসে...কাঠবেড়ালী ডালে ডালে
ফিঙ্গে দোয়েল ঘরের চালে...আমি স্রোতের জলে ;
কখনো কাগজের ঘুড়ির মতো ফানুস দেখি
কখনো ঝলসানো রুটি ।