(১)

কবিতা বুজি অলস বেলার
                নিঝুম দুপুর,
গুমট গ্রীষ্মে আম বাগানের
               টুপুর টাপুর ।

            (২)

কবিতা বুজি রাত আঁধারে
              একলা আলাপন,
জোৎস্না মাখা জোনাক মেলায়
                  নৃত্য নিরঞ্জন ।

             (৩)

কবিতা বুজি প্রেম বিরহে
                সঙ্গী বিশ্বস্ত,
গভীর আবেগ লীন কালে
            আপন অস্তিত্ত্ব ।

              (৪)

কবিতা বুজি আপোষ কালে
                আত্ম সন্তোষ্টি,
দ্বিধা দ্বন্দ্বের অসীম নীলে
               বৈরাগ্যের সৃষ্টি ।

              (৫)

কবিতা বুজি সকাল বেলার
           শিশির ভেজা মাঠ,
স্নিগ্ধ কলির ফুলের বাড়ির
            শৈশবের পথ ঘাট ।

               (৬)

কবিতা বুজি ভাল লাগার
             মিষ্টি প্রকাশ পাঠ,
টুক্ করে গাল ছূঁয়ে দেয়ার
              দুষ্টু কাকার ঠাট ।

               (৭)

কবিতা বুজি গভীর ঘুমের
           স্বপ্ন বিভোর রাত,
চাওয়া পাওয়ার হিসেব কষে
          ধার দেনার উৎপাত ।

               (৮)

কবিতা বুজি শব্দের ভীড়ে
               ছন্দের উচ্ছাস,
কূজন হারা পাখির নীড়ে
               ভাষার বিলাস ।

              (৯)

কবিতা বুজি ভৈরবী রাগে
             সুরের তানপুরা,
কৌশিলব্য সুখ রসবন্তে
           ভোরের হিম ঝড়া ।

              (১০)

কবিতা বুজি চেতন মনের
             সুভাষ কারুকাজ,
নিত্য দিনের কলুষ জ্বালার
             পেরোট্রেইট সাজ ।