ঈশান কোণে মেঘ জমেছে
আসবে তুফান ক্ষণিক পরে,
ভাসবে মেঘ লালের আভায়
শঙ্কিত রাত খুব সেজেছে ।
ভীষন কালো মেঘ করেছে
দিগন্ত নৈঋত চিলিক ছাড়ে,
হাসবে রক্ষ রক্তের নেশায়
নিষিক্ত হাত প্রাণ পেয়েছে ।
কূজন শোনে ঘুম ভেঙেছে
জাগবে সুজন স্বজন ঘরে,
লাগবে আগ পাহাড় চূড়ায়
সুষুপ্ত জাত আজ জেগেছে ।