রাত গভীরের ফুল পরীদের
গল্প বলি শোন,
চাঁদ-শরীরের জল তারা'দের
স্বপ্ন গুলি চূর্ণ ।
ঐ যে বুড়ি থুর থুরি
ছিল চাঁদের গা'য়ে,
কাটত সুতো নিতুই
দিনে কিংবা রাতে ,
হঠাৎ একদিন খেয়াল তার
ঘুড়বে পৃথিবী,
ফারাক ভুলে ভর ওজনের
নেমে গেল দিব্যি ।
সেই থেকে আর ঐ বুড়ি
পারল না ফিরতে ,
ঘুড়ে বেড়ায় ফুলেই
পরীর ভূষাতে ,
দিনে দিনে তার সন্তানাদি
বাড়ছে ধরাতে,
জলে ফুলে আজ বসতি
ঠাঁই নেই চাঁদে ।
ওরাই এখন ফুলপরী আর
জলপরী জল-এ,
ওরাই শিশু ঘুম পারায় আর
নাচে অন্তর্জালে ।