আমার লাশের শয্যা রাঙিয়ে দিও
জাত পারিজাত হাজার ফুলে ,
মিছিলে মিছিলে ফ্ল্যাগ ফেষ্টুন ডিঙিয়ে
বিদায় দিও চোখের জলে ।
বেহালার করূন সুরে উচ্চস্বরে
গাইবে যখন বিদায়ের গান,
ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে
জ্বল জ্বল করবে আমার লাশ ।
সেলফির আপডেটে 'কুট' বাণী-
"অশ্রু দিয়ে ভারাক্রান্ত হৃদয়ে
উঁনার শ্মশান যাত্রী হয়ে ধন্য আমি,
বড় ভালো মানুষ ছিলেন তিঁনি ।"
পুষ্পার্ঘ্যে স্তবকে স্তবকে নামাঙ্কিত
নানা সংগঠনের নামের বাহার,
আমার নিকট স্বজন'রা যেন
মুখটাও না দেখতে পারে শেষবার-
এমন একটা মৃত্যু আমার
অপেক্ষা করছে জানি
কালের বার্তা নিয়ম মেনে ,
সমাজের তরে এই উৎসর্গ আত্মার
চলো শেষ কিছু কথা শুনি ।
ফুল কিছু কম দিও আমার শবযাত্রায়
কিছুটা সাশ্রয় রেখো বার বার
বাঁচাতে - সমস্ত উৎসর্গীকৃত আত্মার
বেঁচে থেকে প্রতিনিয়ত অভাব যাপন ।