এই কিছুক্ষণ আগে যখন প্রাণটা ছিল দেহে
তুই সারাক্ষণ রাগে তখন মুখটা ছিলি ঢেকে,
ভালবাসা অনুরাগে মগন মনটা প্রীতি স্নেহে
অভিমানে অনুযোগে লগন ঘন্টা স্মৃতি রেখে,
যাচ্ছিল বেশ বয়ে নদীর স্রোত লয়ে জীবন সায়াহ্নে ।
আর কিছুক্ষণ পরে যখন শ্বাসটা নিল মোহে
যার দিনক্ষণ ছিল লিখন লাশটা দিল এঁকে,
বিরাগভাজন এ অঘটন স্রষ্টা সমারোহে
জন পরিজন ও সম্মিলন নিষ্ঠা ভরে শোকে,
তাচ্ছিল্য রেশ সয়ে আত্মার দ্রোহ ভয়ে বাঁচ যতিবেশে ।