মদন মোহন তোকে নিয়ে করতেম কত উপহাস
এ যুগে তুর সেকেলে নাম মানানসই আত্ম প্রকাশ,
কে দিলো তুর নামটি এমন যেমন চাঁদের কলঙ্ক
তুই যে দেখছি একেবারে শকাব্দ স্মরনীয় কণিষ্ক !
ভ্যাবলাকান্ত বড় শান্ত কথায় কথায় নাকি কাঁদত
পড়ায় ফাকি বেশ জানত মিথ্যার ঝুলি সব মুখস্থ,
হা ডু ডু আর কাবাডি মশগুল স্বপ্নের সোপানশ্রেণি
পাড়ি দিলি ন্যাশনাল, আমি আকড়ে রেখেছি ৯ম শ্রেনী ।