পদ্ম সরোবর আমার শব্দে পুলকিত আজ
রোমাঞ্চের বুক চিরে রোমান্টিক যুবক সাজ-এ
প্রতীক্ষায় প্রহর গুনছে তোমার অবগাহনের ।
হাইড্রোজেন অক্সিজেনের দ্রবন কারুকাজ
স্ফটিক স্ফটিক জলকণাতে গোপনাঙ্গ লাজ-এ
নিতম্ব নিরূপম মাঝে মাথা গুঁজে অহংকারের ।
উরসিরুহ দোলে ছন্দে ভাঙ্গছে দেহের ভাজ
কোমল রোদের বুক চিরে বিকীর্ণ রশ্মি সলাজ-এ
অধর অনুপমে বিরাজে ঝরা ফুল সাঁজ বেলার ।
প্রজাপতিরা ডানামেলে ফুলে ফুলে অধিরাজ
অক্ষর বিন্যাসে ব্যস্ত সমস্ত শোভা সৌরভ ঝাঁজ-এ
নীরব পংক্তি সরোবর সলিল পদ্ম অলংকারের ।