একটা আকাশ দাওনা আমায়
তোমায় দেব অনেক আকাশ উদারতা,
একটা কোকিল এনে দাও
যৌবন তোমার রাঙিয়ে দেব কয়েকশত বসন্তে ।
এক সমুদ্রের সলিল শুধু চাই
সাদা ফেনিল কিছু ঢেউয়ের মুখরতা,
কয়েক মহাসাগর দেব
পানিচক্রের সংজ্ঞাটা-ই পাল্টে যাবে পৃথিবীতে ।
একটা রাঙা ঠোঁটের হাসি দাওনা আমায়
বাঁকা চোখের চাহনিতে মিষ্টি প্রেমের বার্তা,
জীবন তোমার ভরিয়ে দেব
ভালবাসার আবেশ মাখা গভীর মমত্বে ।