হন্তদন্ত বসন্ত সঙ্গে অনুজ হেমন্ত
যতদিন জীবন্ত সমস্যার নাই অন্ত
ধৈর্য্যের অতিক্রান্ত, তাই করবেন ক্ষান্ত
আজ পরাক্রান্ত নয় একেবারেই শান্ত
চিরদিন অক্লান্ত শাপাচ্ছে বাপ বাপান্ত ;
দুষ্টমতি রমাকান্ত সঙ্গে ভাই সুকান্ত
বকছে দিন দিনান্ত ঘুড়ে দিগদিগন্ত
অতিরিক্ত প্রানবন্ত অতিষ্টের চক্রান্ত
হেমন্ত ও বসন্ত চিরদিন'ই আক্রান্ত
অসভ্য দুই কান্ত চেহারায় সাধু সন্ত ।