মুক্তোঝরা হৈমন্তী প্রভাত শিউলীর টুপটাপ
আধফোটা শিশিরস্নাত কুসুমকলির সুভাষ
ঘাসের ডগায় হীরা চক্ চক্
বকফুল সাদা বক্ বক্,
চারিপাশ সিক্ত শ্যামল বিশুদ্ধ বিমল ।
পুবাকাশে লালের স্রোত কূয়াশার ঘনঘটা
ম্লান চাঁদ নিভু নিভু ফ্যাকাশে আকাশটা
মাঠে মাঠে সোনালী ধান
কিষানীর ব্যস্ত উনান,
নবান্নের গন্ধে বিভোর বিমোহিত গৃহস্থ ।
মিষ্টি আলুর পোড়া গন্ধ সিদ্ধ ধানের স্তূপ
চালের পিঠার মিষ্টি আবেশ খেজুরের গুড়
উৎসবের ধুম ঘরে ঘরে
পার্বনী রাত হল্লা করে,
মিলে মিশে একাকার হেমন্তের শেষ পৌষে শীত ।