হঠাৎ করে জিন্স ছেড়ে একেবারে শাড়িতে কেন ?
এমন প্রশ্ন করলে কেউ
ফোঁস্ করে উঠত সে
কেউটে সাপ্ যেন ।
হাল ফ্যাশানের মেকআপ ছেড়ে সাদাসিধা কেন ?
নীরব হেসে কায়দা করে
সব চোখ ফাঁকি দিয়ে
হয়ে যেত অকর্ণ ।
বাবুদের বাসাবাড়ি এখন দৈনিক যাস্ নে কেন ?
বিরক্তি ভরা ঠোঁট বেঁকিয়ে
উদাস চাহনি দিয়ে
এড়িয়ে যেত মৌন ।
কেমন করে বেঁচে আছিস খাচ্ছিস্ না ভাত কেন ?
হঠাৎ রোগের ভান দেখিয়ে
বমি বমি ভাব করে
হচ্ছে যেন অজীর্ণ ।
ঝুলছে লাশ গাছে, বলছে সবাই মরলি কেন ?
আজকেও সে নীরব নিথর
দুলছে মৃদু বাতাসে
চোখের দৃষ্টি তীক্ষ্ণ ।