আমার কোন বন্দুক নেই
তাই গতকাল শ্মশান থেকে
দুটো খুলি এনেছি,
ল্যাবে বসে গুজ গুজ করছে ওরা,
"আমি তো শ্যালা বউয়ের জ্বালায়
গলায় দড়ি দিয়েছি, তুই ?
আমাকে একদল পাষণ্ড
কুপিয়েছে, কদিন আগে"।
আমার প্রজেক্টের খাতিরে
কাঁধের ব্যাগে চড়ে, আজকে আবার
আসল যে তৃতীয়টা...
ল্যাবে ঢোকেই যোগ দিল কথাবার্তায়,
"আমাকে ভাই রেপ করেছে
গায়ে দিয়েছে আগুন "।
না না , আমি পাগল হতে যাবো কেন্ !
হেলুসিনেশন , হ্যাঁ আমার হেলুসিনেশন।
আজকাল বাঁচার তাগিদে
মানুষের খুলি নিয়ে গবেষনা করা বাস্তবিক ।
কিন্তু , যাদের বন্ধুক আছে
ওরা খুলির খুলি হওয়ার রহস্য জানে অনেক,
তাই তাদের হয়না হেলুসিনেশন ।