এক আকাশ প্রত্যাশার অভিযান
প্রচন্ড চাপ জীববিদ্যা ত্রিকোণমিতি রসায়ন
বাই-সাইকেল সকাল বিকাল,
কাঁধে কুড়ি কেজির সামগ্রী
টিফিন বক্সে শুকনো রুটি চাউমিন
বিকেলের মাথা ব্যাথা সোনালী ফ্রেমের চশমা
কয়েকটা বসন্তের অবসান ।
উদ্বেগ ভরা অবসর দিন যাপন
জানালার পাশে রাস্তার পথিকের আলাপন
মাঝখানের গোলাপ ডালে টুনটুনির বাসা বুনন
বত্রিশ ইঞ্চি স্ক্রীণে ঢিসুম ঢিসুম অথবা মধুর গুঞ্জন
ইন্টারভিউ'র লাইনে ধাক্কাধাক্কি , অবলা'টার ক্রন্দন
অতঃপর বাছাই করা প্রভুর পাদপদ্মে সাঁত পাকে বন্ধন ।
এখন সকাল ন'টার মধ্যে রান্না বান্না শেষে
সাড়ে ন'টায় টা টা করে, চার দেয়ালের দুনিয়া
সঙ্গী বলতে রক্ত মাংসের জীব কয়েকটা
আড়শোলা, টিকটিকি আর নেংটি ইঁদুর
এছাড়া কথা বলে টিভি ফ্রিজ জুসার ওয়াশিং মেশিন,
বাদ সাধে সুখের ঘরে স্মৃতির ঘনঘটা ।
চলছে জীবন এখনো, বুকে বেঁচে আছে সেই
এক আকাশ প্রত্যাশা......রকমফেরে
এখন সে চায় সন্তান সম্ভ্রম ......পাকা চুল
আর একটা কবিতার খাতা ।