সে বার, খামার বাড়ির তাল গাছটায়
দুটো পাখির বাসা...বাবুই ছানা
রেখেছিলেম, চোখের যত্নে কালির পরিচর্যায় ।
দুপুরের ঠাঁটানো রোদের মরীচিকাময় কষ্টদৃষ্টি
সুদূর ছাড়ি থিতু হয়েছিলো - বুনন মাধুর্য্যে
দু-চার পাতা শব্দের মালা শুঁকিয়ে গেলো
অবহেলায় ঘুলঘুলিটার উপর ।
একটি ছানার ব্যতিক্রমে খরের গাদায় ঝরে পরা
কোমল বুকের ধুকফুকানি হঠাৎ কলম ছুঁড়ে মারা
ইত্যাদি জাত বেজাতের ফুলেল শব্দ শব
খুঁজে পেলাম ধুলিময় কঙ্কালসার
অবহেলার ঘুলঘুলিটার উপর ।
উঁকি মেরে ইতিউতি, চশমা এঁটে চোখে
খোঁজে কোথাও পেলাম না একটা বাবুই মা'কে ,
কেয়ার টেকার রামুর মা বলতেই পারল না
কবেকার কোন ঝড়ে পরে গেছে 'বাসা !
আজকে স্পুটনিক তলায় ছাদের 'পরে
কী বোর্ডের খটাখট নিঃশব্দে
শব্দ শবে প্রান দেয়ার চেষ্টা চলছে ;
দুর আকাশে একটা উল্কা গেল সরে ।