নিশীথ রাতে গাছের ডালে
গুনগুনিয়ে গান গায়,
ফিসফিসিয়ে কুতসা বলে
কনকনে শীত ঠান্ডায়,
নাকি সুরের কান্নার রোলে
হনহনিয়ে পান্থ যায় ।
এপথ ধরে রাত আঁধারে
চলাফেরা এখন দায়,
হামদো ভূত মামদো ভূতে
ঝগড়াতে পথ মাড়ায় ,
মানুষ পথিক পথ ভুলে
হন্যে হয়ে ঘুর্ণন খায় ।
আলিমপুর বাজার তাই
বন্ধ হবার উপক্রম,
সবাই জানে বাজার মানে
দুই ভুতের পরাক্রম,
পথিকের ঘাড় মটকায়
কে করবে পথ অতিক্রম ।
হাঁদা ভোঁদা দু'য়ে একদিন
চলছে বাজার করতে,
ভূতজোড়া পথ আটকায়
ওদের রক্ত মাংস খেতে,
হাঁদা হাসায় ভোঁদা কাঁদায়
হামদো মামদো মারতে ।
সেই থেকে আর এই পথে
নেই কোন ভূত বাঁদর,
আলিমপুর বাজার এখন
মস্ত বড় গঞ্জ - শহর ।।