(লাবনী -৬)
আমি তোর সঙ্গে যাব,
শুনেছি তুই নাকি মুক্ত মেঘের মতো
নীল আকাশে ভেসে বেড়াস্
যখন যেমন খুশী মতো !
সাগরের ঢেউ যেমন
যেথায় খুশী তলিয়ে যায়
আবার ইচ্ছে হলেই ভেসে উঠে
ফেনিল সাদা মাথায় !
চিল শালিকের মতো নাকি
আকাশটা তোর কেনা !
ইচ্ছে হলেই বসন্ত'কে ঘরে এনে
কোকিল হয়ে গাইতে পারিস্
ঝরতে পারিস্ শিউলী হয়ে
ওস্ ছাড়া ভোর রাতে !
আমি তোর সঙ্গে যাব,
শুনেছি তুই নাকি স্বাধীনচেতা নারী !
সংসার-সংস্কার-সমাজ-বিচার
ওসব সবই শুধুই বাড়াবাড়ি !
অনাচার ব্যাভিচার নিত্য অসার
দিগ্বিদিক মুক্ত নিরাকার,
আমার ঐশ্বর্য্য অধিষ্ঠান মান সম্মান
শুনেছি তোর কাছে নাকি দেহ নিষ্প্রাণ,
(বৃথা কদর বিতীর্ণ অনর্থ অভিব্যঞ্জন
কোষ্ঠ কাঠিন্য ভরা পেটে আমি নিরঞ্জন) ।
এবার থেকে ,
আমি তুর সঙ্গে যাব
দেখব জগৎ স্বাধীন কেমন,
কেমন করে সইতে পারিস্
বইতে পারিস্ কালা -পাহাড় !