সুখ কি গাছের ফল নাকি তুই যখন খুশি পেরে খাবি
গাছ পুঁতে জল ঢেলে দিবি, সব গাছের'ই মালিক হবি !
                    (১)
সুখ যে বড় নিঠুর নিবির, পাষান বুকের নষ্টা মেয়ে
হাত পাতলেই দেয় না ধরা , সহজ সরল হৃদয়ে,
     আকাশ নীলের ওপার থেকে
     রংধনু রং গায়ে মেখে
সুখপাখিটা গান গায় দিগন্তে সলিল সোপান বেয়ে ।
                    (২)
সুখ যে তুমুল ঝড়ের গতির গায়ের সুগন্ধি
কালবৈশাখীর ঝঞ্ঝা বায়ে করছে বসতি,
ঈশান কোণের কালো মেঘে নববধুর সাজে
বিরাজ করে মেঘ বালিকা মুখ লুকায় লাজে,
দরজা খোলে বুক চিতিয়ে ভয়কে পায়ে 'দলে
ঝড়ো হাওয়ার আবেশ মাখো, সুখ পাবে কোলে ।
                    (৩)
সাগর জলের অতল তলে নীলের নীলিমায়
হাঙড় তিমি অক্টোপাসের রঙিন দুনিয়ায়
হিম শীতল পাতাল পুরীর নিস্তব্দ আঙিনায়
সুখ কেবলি হাসে খেলে আনন্দে গান গায় ।

সুখ কি গাছের ফল নাকি তুই যখন খুশি পেরে খাবি
গাছ পুঁতে জল ঢেলে দিবি, সব গাছের'ই মালিক হবি !