সহবাস চাই,
এই আসঙ্গ লিপ্সায় পাগল প্রায়
যশ অখ্যাতি জীবন মৃত্যু
দিন রাত জোয়ার ভাটা
এক সুতোয় বেঁধে ফাগুনের পলাশ মালা
শীত বসন্তের বেহিসেবী রোজনামচা
নিয়ত সংজ্ঞা বদলায় ।
শুক্লাতিথির আধখানা চাঁদ
কৃষ্ণা রাতের সর্পিল পথ
প্রহর গোনা শেয়ালের ডাক
উপেক্ষার প্রান্তে হোঁচটে লাগে
পরিত্যক্ত একটা
দুই কক্ষের বাবুই পাখির বাসা ।
সহবাস চাই,
আলিঙ্গনে মৃত্যু কিংবা
চুম্বনে বিষকন্যার কপোল...
বেপরোয়া জীবন ধারা
গনতন্ত্র সমাজতন্ত্র রাজনীতির কূটকচাল
রক্তের হোলি, হোলির রক্ত রং এ
দ্রুত বিবর্তনের হম্বিতম্বি ।