এক বুক অসীম আকাশ এক পাহাড় স্থবিরতা,
পাথর কুচির ভাজে লুকানো মুক্তোর খোঁজে
বার বার ফিরে আসা উর্মিমালা
পাতাল গভীর ফুঁরে ম্যাগমা কেড়ে এনে
লাভা পেতে ডুবুরির জ্বালা
নির্বাক দৃশ্যমান, প্রশস্থ শ্মশানের নিস্তব্ধতা ।
দেহের ভাঁজে ভাঁজে গলে পরে লাবণ্য
নিশ্বাসে পয়োধর ভাসে ডুবে ডুবুপাহাড়
উল্কাগতির শিহরণ জাগায় নয়নে নয়নঠার,
হেমন্তের দামালবায় বহে কেদারিকায়
কেশতরঙ্গ যখন দোলে দখিনা হাওয়ায়,
নিস্তরঙ্গ আমার সরোবর স্পন্দনশূণ্য ।
নিবৃত্ত নিরস সম্ভোগ নিতি বিরক্তির ধারা
কাঁদে কৃষ্ণচূড়া শাখে বসন্তের কোকিল
খরাতে শুকায় হাতে সিক্ত কদমফুল,
বৃক্ষদনীর বাড়বাড়ন্তে নিস্পৃহ আপ্যায়ন
সম্পর্কের ধারাপাতে এখন অঙ্ক জটিল,
ঔদ্ধত্য অনাচারে জীবন সারাক্ষন করে পাঁয়তারা ।।