লাবনী তুই আজকে আবার এলি কেন বল,
যা কিছু দেয়ার ছিল সেই কবেকার কথামত
সবই তো দিয়েছিলেম, সুখ সুস্থি মন
ধন সম্পত্তি জন, তবে আবার এলি কেন বল !
ধনতেরাসের গয়নাঘাটি পূজোর বেনারসী
রাত নীলের রঙিন জল রাত গভীরের তৃপ্তি,
ভালো লাগা গায়ের গন্ধ স্বাধীন চলাচল ;
তবে তুই আজকে আবার এলি কেন বল !
ক্ষত রোগে যখন আমার হারিয়ে গেল বল
আরো কিছু অনেক কিছু পাওয়ার আছে তুর
বলেইতো বেড়িয়ে গেলি দিইনি অভিযোগ
তবে কেন আজকে আবার এলি কেন বল !
এখন আমার সারাবেলা ভীষন ব্যস্ত যায়
এই এলাকায় অক্সিজেনের বড়ই অভাব তাই,
এমন সময় আর কিছু কি পেতে পারিস্ ! নাকি
ওয়ারিশান হতেই শুধু তুর এই চলাচল ?
নাহলে আজকে কেন আবার এলি কেন বল !