আজকাল মৃত্যু'রা বলে কয়ে আসে না খুব একটা
কালো পীচের কার্পেট লালে লাল হলে বোজা যায়
মৃত্যু এসেছে দ্বারে ;
রূদ্ধ দ্বারের অষ্পষ্ট গোঙানীর শেষে স্তব্ধ মুখটা
পরিজনের উদ্বিগ্ন উদ্ধারে আলোর সীমানায়
মৃত্যুর কাছে হারে ;
অত্যাধুনিক ট্রিগারের নৈঃশব্দ নির্জ্জন উৎকন্ঠা
ভাব বিশ্লেষনে শব্দের ভীড়ে একক সমীক্ষায়
মৃত্যু নীরবে বাড়ে ;
ভাবলেশহীন মৃত্যু'রা আসক্তিতে হয়ে এককাট্টা
আত্মহত্যার নামে জীবনের তফাৎ ঘুচিয়ে দেয়
মৃত্যু'রা মিছিল করে ।
আজকাল অনেক রহস্যে আবৃত সৃষ্টি-জন্ম-স্রষ্টা
ধ্বংসের স্তুপে হোলি খেলে নিত্য মানবতার ক্ষয়
মৃত্যু'রা মিছিল করে ।