ওৎ পেতে বসে আছি,
কখন সে শামুকটা জিহ্বা খোলে,
চলা শুরু হবে তার হাত পা মেলে ;
অমনি খপাস্ করে ধরব তারে ।
কেননা আমি জানব যে সে জীবিত ।
ওৎ পেতে বসে থাকা ব্যর্থ হয়নি আমার কোনদিন
কেননা , ওরা জীবিতই থাকে ।
শুধুমাত্র নিজেদের হাত পা গুটিয়ে রাখে
জরসড় হয়ে থাকে ভয়ে ভয়ে ।
আমার খুব প্রিয় ......ওসব শামুকের দল,
কেননা ওরা আছে বলেই আমি ওৎ পেতে থাকি
ভাবতে পারি শ্রেনী বিভাজনের কথা,
দলিতরা চিরকাল এভাবেই গুটিয়ে থাকে
কখনো যদিবা নিজেকে একটু মেলে ধরার চেষ্টা করে
তবে সে আমার মতো নরখাদকদের হাতে
বিলীন হয়ে যায় চিরতরে, অন্তরীক্ষে ।