এক দুই তিন চার
এক দুই তিন চার
এভাবেই প্রতিদিন
জীবন চলে দুর্বার ;
ডানে বায়ে বার বার
অনাচার কদাচার
ভালবাসার কুঋণ
সুখে দুখে অনিবার ;
আসে যায় প্রতিবার
মিশে যায় পারাপার
সুদিন কিংবা দুর্দিন
খর্ব করে অধিকার ;
মন নিয়ে অভিসার
ধন দিয়ে অত্যাচার
ভালোবেসে অর্বাচীন
নিত্য করে অবিচার ।