আমার থেকে অনেক বেশী সুস্থ সবল সবাই
দুস্থ কেবল দেওয়ার বেলায় যদি কিছু চাই,
জগৎ মাঝে চাওয়া পাওয়ার এই খেলাঘর
কঠিন ভীষন কঠিন স্বার্থান্বেষী্র কারিগর ।।
হিসেব নিকেশ বড় জটিল যোগ বিয়োগে খেলা
মাথা খাটাই গুন ভাগেতে বৃথাই নিয়মে চলা,
লেন দেন সবাই করে সবাই হয় লাভবান
আমার বেলায় আমি দেখি কেবল ক্ষতি উমান ।