দিনান্তের সুর্য যদি ডুবে তবেই না
প্রতীক্ষা তৈরী হবে আরেকটা সুর্যোদয়ের,
আঁধার যদ্দিন থাকবে চোখে
আলোর আশায় বুক বাঁধবে ।
এমন করেই বলতে তুমি পায়চারিতে
সরোবরের কমল কলিকা আনতে ঘরে
আগামীকাল ফুটবে বলে তোমার ফুলদানিতে ।
সেদিন যখন তোমার চোখের নীচে কালি দেখে
আমি হলেম ব্যতিব্যস্ত, বিরক্তির ধমক সুরে
বললে আমায়-মানুষ অমর কোথা কবে ?
আমি কি জানতেম ! সেই মরনশীল মানুষের
তুমিই প্রথম যাত্রী আমার প্রিয়জনে,
অনেক কেঁদে এখন দিব্যি ভুলে গেছি তোমাকে ।
কেননা, এখন তো আর তুমি আস না
আসে তোমার স্মৃতি কণারা,
তোমার সাথে কথা বলিনা,
যা কিছু বলা হয় সেগুলো হয়ে যায় "কবিতা" ।
এবার প্রতীক্ষা, তোমাকে আবার পাওয়ার
চোখ ধাঁধানো আলোর, ফুটন্ত পদ্ম কলিকার
মৃত্যুর অপেক্ষার....এবং নতুন জীবনের ।।