এই যে আমি রোজ বিকেলে নিয়ম করে
কাজের শেষে বাড়ি ফিরে
চায়ের কাপে চুমুক দিয়ে কাপর ছেড়ে
লিখতে বসি নেশার ঘোরে ।
এই যে আমি কবি তো নই তবুও দেখি
সবাই লিখে 'প্রিয় কবি',
শব্দ দিয়ে মালা গাঁথি শব্দকে দুরে রাখি
বুকের গোপন কথা ছবি ।
এই যে আমি প্রেমিক হয়ে শিশির ভোরে
জেগে উঠি শিউলী তলে,
নিষিক্ত কলি আর ফোটেনা মিছেই ঝরে
আবেশ মেখে চোখের জলে।
এই যে আমি তোমার জন্যেই হন্যে হয়ে
আকাশ থেকে তারা এনে,
ছাদনা তলায় বন্দি করি তোমার ভয়ে
একটু খানি প্রেমের জন্যে ।
এই যে আমি রবিবারের অলস কালে
নদীর ধারে পথ ধরি ,
সুর্য ডুবে চাঁদ উঠে জ্যোৎস্না ফুটে জলে
তোমায় বৃথাই খোঁজে মরি ।
এই যে আমি বেঁচেই আছি বাঁচব বলে
উজার করে মন দিয়ে,
এই আমার যে হয় না বাঁচা কোনকালে
তোমার সঙ্গে তোমায় নিয়ে ।।