লা-জবাব লা-জবাব লাবনী তুর রান্না
অনন্য কোপ্তা কাবাব আর কিছু চাইনা,
গন্ধে ম ম করছে খাসা'র চিকন পলান্ন
মাতৃ সম আসছে বাহার জীবন উচ্ছন্ন,
নরম লাজুক স্বভাব নাকি সুরের কান্না
গায়েতে মেদের অভাব রূপে গুনে ধন্যা,
অনুপম চুলের বাহার বিনুন বিচ্ছিন্ন
নিরুপম চলার আচার ধীমান উদ্বিগ্ন,
লাবনীর ধনাভাব দানবীর বায়না
গোপনাঙ্গে ক্ষতভাব শুকাতে যে চায়না,
রূপ গুন অচল অসার যৌবন বিপন্ন
গুন গুন কন্ঠের পসার মৌবন কু-গন্য ।