লেলিন তোমায় এ বৈশাখে আমার পাড়ায় নিমন্ত্রন
বছরের এই একটা দিনেই মানুষগুলো কেমন
তোমার কথা মানতে চায়, মানে বিলক্ষন
সবাই বড় সচেতন আর ভীষন বিচক্ষণ
সাম্যবাদী চেতনার মৌন অবলোকন
পুঁজিবাদীর আঙিনায় অবাধ বিচরণ
লেলিন তোমায় এ বৈশাখে আমার পাড়ায় নিমন্ত্রন
দেখবে এসো,এখানে এ গাঁয়ে তোমার কেমন বিসর্জন ।
পুঁজির পাহাড় চূড়ায় বসে মুখ মুখে রামায়ন
লোক দেখানো ন্যাকামির ভন্ড আয়োজন
উপচে পরা ভান্ডারে এক বেলা ভোজন
গলির মোড়ে রবি 'কবির ব্যাঙ্গ গুঞ্জন
দরদী আদিখ্যেতা সস্তা উপঢৌকন
উচ্চস্বরের আবাহনে হৃদে কম্পন
লেলিন তোমায় এ বৈশাখে আমার পাড়ায় নিমন্ত্রন
দেখবে এসো,এখানে এ গাঁয়ে তোমার কেমন বিষর্জন ।
২ রা বৈশাখের তপ্ত দুপুর মাঠের কঠোর চিত্রণ
গতকালের নতুন জামার গায়ে ঘামের মিশ্রন
নির্দেশিত কর্ম চুরির আরোপের উপহরণ
চাবুকের রক্তলেখায় নীতির অবগুন্ঠন
শ্রেনীর শৃঙ্খলের নির্দয় নিপীড়ন
অপব্যবহারে নিঃস্ব নিয়ন্ত্রন
লেলিন তোমায় এ বৈশাখে আমার পাড়ায় নিমন্ত্রন
দেখবে এসো,এখানে এ গাঁয়ে তোমার কেমন বিষর্জন ।