কেমন আছেন আমার সব কলম বন্ধু ? আশাকরি পরম করুনাময়ের অশেষ কৃপায় সকলেই সুস্থ সুন্দর আছেন ।
গত বেশ কিছুদিন যাবৎ মাঝে মধ্যে লগ ইন করলেও সশরীরে হাজির থাকা বলতে যা বুজায় আমি তা ছিলাম না । এই অনুপস্থিতির জন্য নির্দিষ্ট কোন কারন খুঁজে পাইনি যে আপনাদের জানাব , তবে যতটুকু মনে পরে , ২১ শে বইমেলায় চুপি চুপি চুরি করে মাত্র ঘন্টা দুয়েকের জন্য শুধুমাত্র "শতরূপে ভালবাসা"র টানে যাওয়া, সেখানে মাউসুদুর রহমান খান'এর মতো এ তো মিষ্টি একটা ছোট্ট কবি ভাইকে পেয়ে যে উপলব্ধি অভিজ্ঞতা নিয়ে এসেছি তার কিছুটা এবং সেই সঙ্গে মাননীয় কবি ইকবাল রাশেদিন, জগলুল হায়দার, আশরাফ জুয়েল সহ আবৃতিকার মাসুম ভাইয়ের সংস্পর্শ আমাকে যে আত্মতৃপ্তি ও আত্মোপলব্ধি দিয়েছে তার কিছু অংশ শেয়ার করার লক্ষ্যে লিখেছিলাম অনেক অনেক গুলো বাক্য, কয়েক শত শব্দ, কয়েক হাজার বর্ণ সঙ্গে অবশ্যই দাড়ি, কমা, সেমি-কূলন ইত্যাদি ইত্যাদি; কিন্তু আমার অতি দুর্ভাগ্যের কারনেই গত সেই লেখাটি প্রকাশিত হবার আগে অন্তর্জাল সংযোগ ছিন্ন অথবা ভিন্ন কোন কারনে মুছে যায়, বিরক্তি কিংবা যাই হোক সেই থেকে আর লেখা হয়ে উঠেনি । আজকে বসে এ বিষয়ে কৈফিয়ৎ খানি আগে দেওয়া আবশ্যক বোধ করেছি কেননা এখানের এই আসরের অমনযোগের কারনে আমি যে আমার কত প্রিয় কবি দাদা, দিদি ,বন্ধুদের মিস করেছি সেটা বলে বুজানোর ক্ষমতা নেই । সবশেষে সব্বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ।