বাইড়ে যখন ঘনকালো অন্ধকারের মেলা
ঘরের ভেতর চলছে আমার শব্দ নিয়ে খেলা,
দুই একটা ঝিঁ ঝিঁ পোকা ডাকছে অবিরত
নিশাচর শেয়াল কুকুড় পাখির স্বরে জাগ্রত ,
দখিন হাওয়ায় মাঝে মাঝে গোঙানি ভাসে
বুঝতে পারি এখনো রামু রোজ দারু খেয়ে আসে,
পুবের ভিটে ভাঙ্গা ঘরে বুড়োটা কাতরায়
উল্টো ভিটে বৌ - ছেলে মহানন্দে হানিমুন মানায়,
ঢ্ং ঢ্ং বাজায় ঘন্টা চা বাগানের প্রহরীটা
নমন ওঝা খড়্গ হাতে চড়ায় এক শ্বাসে বলি'টা,
একটা ফুলের অভাবে প্রচন্ড মাথা ব্যথা
আমার তখনো আটকে আছে শব্দের মালা গাঁথা ।