আজকে পেশাগত কারনে আমার হোমটাউনের একজন বিশিষ্ট প্রচ্ছদকারক ও লেখকের সঙ্গে আলাপ হয় । এ আমার জন্য এক বিশেষ মুহুর্ত , উনি প্রাথমিক ভাবে আমাকে জেনে আগামী ফেব্রুয়ারী বইমেলায় বই প্রকাশের যাবতীয় পদক্ষেপ ও সহযোগীতার আশ্বাস ও উৎসাহ দেন, এখন ভাবছি এবার একটা দুঃসাহস করেই ফেলবো । সেই মহানুভব ব্যাক্তি হলেন শ্রদ্ধেয় শ্রী সাত্বিক নন্দী । পাশাপাশি আকবর দা ও কোলকাতার সুশীল দা অনুপ্রেরণা তো আমার সঙ্গেই রয়েছে । এ বিষয়ে আসরের বন্ধুদের মতামত বা মাননীয় এডমিনের সুবিবেচনা জানতে পারলে কৃতজ্ঞ হবো কেননা আসরে প্রকাশিত কবিতা ছাড়া আমার আর কোন ষ্টক নেই । সবাইকে ধন্যবাদ ও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানাই ।
আলোচনাটি ১১৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০১/২০১৫, ১২:৪৩ মি: