আমার হৃদপিন্ডটা খাইল বোয়াল মাছে, ওহ্ বন্ধু,
হৃদপিন্ডটা খাইল বোয়াল মাছে ;
খন্ড খন্ড দেহ আমার জ্বলছে তাওয়ায় প্রচন্ড
জলে ভাসছে শুধু আমার হৃদয়ের হৃদপিন্ড,
আগুনে লাল হইত যদি, পুড়ত যদি হৃদয়
বন্ধু তুমি বুজতায় আমার পিরিত মিথ্যা নয়,
দেহ রাইন্দা খাইলা বন্ধু প্রেমের জালে বাইন্দা
হৃদপিন্ড ভাসাইলা জলে শুধুই কাইন্দা কাইন্দা;
দেহ যখন জ্বলছে তখন তুমি নাই কাছে, ওহ্ বন্ধু,
হৃদপিন্ডটা খাইল বোয়াল মাছে ;
যৌবন জ্বালা বড় জ্বালা, জীবন তখন হেলা ফ্যালা
আষাইঢ়া রাইত নিমিষে কাইত চোক্ষে উজালা,
প্রতি রাইতে ফুল শয্যা , বয়ে যায় বেলা
রিপু রঙ্গে অঙ্গে অঙ্গে , সাধের খেলাধুলা ;
দেহ যখন জ্বলছে তখন তুমি নাই কাছে, ওহ্ বন্ধু,
হৃদপিন্ডটা খাইল বোয়াল মাছে ; ওহ্ বন্ধু,
আমার হৃদপিন্ডটা খাইল বোয়াল মাছে ।