পাপীতে সব ভরে গেছে পাপের দুনিয়ায়
পাপে সবাই বাঁচে মরে পাপে খায় ঘুমায়,
পাপীর ঘরে জন্ম নিয়ে পাপের শিক্ষা পায়
পাপের ধনে পোদ্দারি পাপের দিকেই ধায়,
পাপেই যেন সব সুখ পাপেই নব্য-ন্যায়
পাপ দিয়েই লেখা হচ্ছে জীবনের অধ্যায়,
পাপ-পাপী একাকার পাপাচারে বিশ্ব হায় !
রসাতলে যাচ্ছে তবুও পাপেই অসহায়,
লক্ষ পাপী পাচ্ছে সাজা কোটি পাপী আখড়ায়
সুখ দুঃখ হিসেব করে পাপের অংক নামতায় ।