পাখি তুই বেদুইন
কবেকার ডানা ভাঙ্গা বিদ্রোহী,
সীমান্তের শিকল ছিঁড়ে, খাঁচা জুরে
একরাশ শূন্যতার হিমালয়ের বুক চিরে
তপ্ত বালির রোমান্টিক পরশে
লাভাতে বিলীন অগ্নি-বিদেহী,
পাখি তুই বেদুইন
প্রতিদিন, সূর্যাস্তের আভায় অবগাহন
তিমিরাবগুন্ঠিত অসহ্য রাত্রির অভিযান,
উদয়াচল গিরি প্রাতে সুখ সঞ্চারন,
পাখি তুই বেদুইন
মুক্তির অনুরণন ;
আমার অভিষ্টের দৃঢ়তার স্পন্দন ।