অভিজ্ঞতার সোপান বড় বিচিত্র,
সেই মহাভারত থেকে অখণ্ড ভারত
অতঃপর দ্বিখণ্ডিত মানচিত্র স্মারক
অথবা দেহের রিপু , সমাজের চালচিত্র
সবকিছুতেই ছল চাতুরী, রাজাধিরাজ কুচরিত্র ।
আগেভাগে সাজিয়ে দিলে মিথ্যার ডালি
সত্যের জয় মুখ লুকায় মুখে দেয় কালি ,
হাজার কথার ফুলঝুরি সব হারায় নিমেষে
শেষের কথার ব্যথাটাই বুকে থাকে উন্মেষে ।