খন্ড খন্ড স্বপ্ন , বিন্দু বিন্দু আশা
মধু মাখা ঠুঁটের আতুড় ঘর,
আকাশ কালো মেঘ , গুড়ি গুড়ি বৃষ্টি
ঝর - ঝঞ্ঝা, দখিনা হাওয়া, বসন্ত বিস্তর,
অতঃপর এক টুকরো রোদ
এক চিলতে উঠোন সোনা ঝরা ।
এভারেষ্টের চূরা ছুঁয়ে
রঙিন পৃথিবীর সীমান্ত,
উঁচু নীচু পাহাড় পর্বত
সমতল, গিরিখাত হয়নি দেখা ;
অথচ বিকেলের বিষাদ,
চূর্ণিত স্বপ্নের অনু পরমানুগুলো
বাতাসে বাতাসে দোল খায় ।
হা করে আছে আমার উঠান
একটু বায়বীয়তার অপেক্ষায়,
আকাশ কবে কালো হবে
জাগবে ঈশান আবার,
সুর্য কবে হাসবে এসে
আঙিনায় আমার !
আমি দুরে দাড়িয়ে
কাক-শেয়াল-শকুনদের মিছিলে ।