দেয়ালে দেয়ালে উদ্বৃত্ত ভালবাসা
পিথাগোরাসের লেন দেন ;
ডারউইন নিস্পৃহ দর্শক
বিবর্জিত ষ্ট্যাইনলেস ক্যানভাসে।
গুনিতক ম্লেচ্ছ চন্ডাল
উৎপাদক এখন পাটিগণিত,
সুরেশ পরিমিতির বড় মাষ্টার
চৌকিদারের জিরাত জমি'র।
গয়া -কাশী-বৃন্দাবনের
টিকিট পাওয়া দুষ্কর,
যদিও অন্য অঙ্কে
বটতলা ভাল, অনেক বেশি নিকটস্থ।