রাত দেড়টাতে সে অনলাইনে আছে
আমি প্রতিক্ষাতে বসে আছি
তিনটে ‘হাই’ দু’টো ‘ষ্টিকার’
একটি ‘ইমোজি’ পাঠিয়ে ,
বার বার স্ট্যাটাস খুলে দেখি
রেসপন্স পেতে,
সে অনলাইনেই আছে...
হয়ত ভিডিও কলিং চলছে অথবা
ঘুমিয়ে গেছে, আমার ঘুমটুকু কেড়ে ।
বাইড়ের ঘুটঘুটে অন্ধকার বেয়ে
চার দেয়ালের বাইড়ে এসে ভিড় করছে
দড়ি, বিষ, দুর্ঘটনা ইত্যাদি,
ঘরের মধ্যে মাইনাস ফাইভের এল ই ডি লাইটের চারপাশে
ঘুরঘুর করে আমার স্বপ্ন, আশা, ত্যাগ,তিতিক্ষা
ফুপড়ে কাঁদে বালিশে মুখ ঢেকে
এন্ড্রয়েডের হাই স্ট্যাটাস মার্কা জীবিকা ।
নিমিষে নামিয়ে দেয় বাতাসের স্তর
ক্ষ্ণিকের মুক্ত বক্ষের প্রতিক্ষায় ।