অং বং চং , অং বং চং
জিভে যখন নেই জং
যত খুশী খাও চাউ
স্বাদে গোলমরিচ লং !
অং বং চং , অং বং চং
বিকেল হলেই ঢং ঢং
মৌরীর পরেই পাশে
আছে ভূলন পানের টং !
অং বং চং , অং বং চং
হরেক খাবার হাজার রং
দম বিরানি না খেলেও
খেতে পারেন রোল'টা বরং !
অং বং চং , অং বং চং
সন্ধ্যায় সাজে ছয়টা সঙ
আদর আপ্যায়ন যথেষ্ট
সন্তুষ্টির লক্ষী দেবেন স্বয়ং !
অং বং চং , অং বং চং
রোজ হাজির আমি ও গং
এটা সেটা কম খরচে
দিব্যি কাটে সময় এবং... !
(আমাদের পাড়ায় নতুন একটি রেষ্টুরেন্ট খুলেছে , নাম অং বং চং , সেই থেকে অনুপ্রাণিত হয়েই আজকের এই ছড়া কবিতা)